দিনাজপুর প্রতিনিধি : সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউপি’র শ্রী শ্রী গৌর চন্ডী ও চামরকালী মন্দিরের নামে ভোগদখলীয় রেকর্ডভুক্ত ৩১৯ শতক দেবোত্তর সম্পত্তি আত্মসাতের নিমিত্তে মতিন্দ্রনাথ রায় মিথ্যা সংবাদ সম্মেলন করেছে অভিযোগ এনে দিনাজপুর প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দীজেন্দ্র নাথ রায় তার লিখিত বক্তব্যে বলেন, দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের মুকুন্দপুর হিন্দুপাড়ার শ্রী রতন চন্দ্র রায়ের পুত্র শ্রী মতিন্দ্র নাথ রায় গং গত ২১ মে’১৪ ইং তারিখে বেলা ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।
উক্ত সম্মেলনে তিনি আমাদের বিরম্নদ্ধে যে অভিযোগ তুলে ধরেছেন তা শুধু মিথ্যাই নয় কাল্পনিকও বটে, যার কোন ভিত্তি নেই। আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত সত্য ভুলে ধরার জন্যই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
তিনি জানান, গত সংবাদ সম্মেলনে মতিন্দ্র নাথ রায় গং মুকুন্দপুর মৌজার বিভিন্ন দাগের মোট ৩১৯ শতক ভু-সম্পত্তি ওয়ারিশ সূত্রে দাবী ও ভোগদখলের কথা বলেছেন তা সম্পূর্ণমিথ্যা ও বানোয়াট। উক্ত সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। শ্রী শ্রী গৌরচন্ডি ও চামরকালীর নামে সিএস.এস এ এবং বিএস দখলীয় রেকর্ডভুক্ত সম্পত্তি অর্থ্যাৎ এটি দেবত্তোর সম্পত্তি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রী মতিন্দ্র নাথ রায় গং আমাদের বিরম্নদ্ধে সন্ত্রাসী হামলার মাধ্যমে ধান, ভুট্টা কচুসহ অন্যান্য ফসলাদি কেটে নেয়া ও জমি দখল করার যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও বানোয়াট। কেননা উক্ত সম্পত্তি আমাদের দখলেই ছিল এবং আছে। কমিটির মাধ্যমে আমরা চাষাবাদ করে আসছি এবং উপার্জিত টাকা দিয়ে দেবীর পূজা অর্চনাসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকি।
আমাদের বিরুদ্ধে আনা ওই সংবাদ সম্মেলনে মতিন্দ্র নাথ গং মারধর, ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন একথাগুলো সম্পূর্ন মিথ্যা বানোয়াট। বরঞ্চ মতিন্দ্র নাথ গং উক্ত ৩১৯ শতক দেবত্তোর জমি নিজেদের ওয়ারিশ সূত্রে দাবী করে দখলের জন্য নানা ষড়যন্ত্র করছেন এবং আমাদের ও আমাদের পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে এবং লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল নিবে বলে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসন কে লিখিত ভাবে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞ আদালত উক্ত সম্পত্তিতে ১৪৪ ধারা জারী করেছেন।
স্থানীয় পুলিশ প্রশাসনকে লিখিত অবহিত ও বিজ্ঞ আদালতের ১৪৪ ধারা জারীর থাকা সত্ত্বেও মতিন্দ্র নাথ রায় গং দেবত্তোর ৩১৯ শতক জমি দখলের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে মতিন্দ্র নাথ গং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের প্রতি শ্রী শ্রী গৌর চন্ডী ও চামরকালী মন্দির কমিটি ও এলাকাবাসীর পক্ষে থেকে আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্দিও কমিটির সাধারন সম্পাদক জগন্নাথ রায়,বাসুদেব রায়,সনথ চন্দ্র রায়সহ অন্যান্য সদস্যগন।