সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রী শ্রী জগন্নাথ দেবের মহোৎসব উপলক্ষে সতাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

Boch-Sreশ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০১৪ উপলক্ষে সেতাবগঞ্জ পৌরসভার সুবিদহাট দাসপাড়া ইসক্ন এর উদ্যোগে ২৯ জুন দিনব্যাপী আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল ১১ টায় ইসকন মন্দির প্রাঙ্গনে ইসকনের সভাপতি প্রভাষক স্বাধীন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মো. আফছার আলী, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের বোচাগঞ্জ উপজেলা সভাপতি শ্রী দুলাল চক্রবর্তী, বলেন চন্দ্র রায় প্রমুখ।
পরে বিকাল ৪টায় সুবিদহাট দাসপাড়া থেকে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট্রের সন্মানিত ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার রায়। শোভা যাত্রাটি সেতাবগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।