বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনী কেন অবৈধ নয় জানতে হাই কোর্টের রুল

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদে অর্পণ করার বিধান রেখে করা সংবিধানের ষোড়শ সংশোধনী কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৯ আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ আজ রবিবার এ রুল জারি করে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব ও সংসদ কার্যালয়ের সচিবকে ২ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
এ প্রসঙ্গে এডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের কাছে বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হওয়ায় এ রিট করা হয়েছে। তিনি বলেন, বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল ছিল। এটি নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তারপরও সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে এ ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেয়া হয়েছে। সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিলের রায়ে ৯৬ অনুচ্ছেদ সংরক্ষণ করা হয়েছিল। আদালত জনস্বার্থে বিভিন্ন রায় দিচ্ছেন। দুদক আইন অবৈধ ঘোষণা করেছেন। নারায়ণগঞ্জের ৭ খুনের বিচারে আদেশ দিয়েছেন। এসব আদেশের কারণেই মূলত এ সংশোধনী আনা হয়েছে বলেও জানান তিনি।
এভোকেট মনজিল মোরসেদ আরও বলেন, এ সংশোধনীতে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদালতকে নিয়ন্ত্রণের উদ্দেশে এ সংশোধনী করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে ৩২৭ জন সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে পাস হয় ষোড়শ সংবিধান সংশোধন বিল-২০১৪। এ বিল পাসের মধ্য দিয়ে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া হয়। ২২ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর মাধ্যমে এ সংশোধনীটি আইনে পরিণত হয় এবং সেদিনই গেজেট প্রকাশ করা হয়।
প্রসঙ্গত সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী গত ৫ নভেম্বর রিটটি দায়ের করেন। রিটটি আবেদনকারী আইনজীবীরা হলেন, এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, এডভোকেট ইমরান কাওসার, এডভোকেট মাসুম আলীম, এডভোকেট এখলাসউদ্দিন ভূঁইয়া, এডভোকেট মো. সারওয়ার আহাদ চৌধুরী, এডভোকেট মাহবুবুল ইসলাম, এডভোকেট নূরুল ইসলাম বাবুল, এডভোকেট শাহীন আরা লাইলি ও এডভোকেট রিপন। এছাড়া বিএনপিসহ কয়েকটি দল ও আইনজীবীদের একটি পক্ষ শুরু থেকেই সরকারের এ উদ্যোগের বিরোধিতা করে আসছিল।

Spread the love