
জিন্নাত হোসেন ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, খালেদা জিয়া ও তার পুত্র বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার শিকার হয়েছে। আর এই ষড়যন্ত্র মোটামুটি পরিস্কার হয়ে যাওয়ায় গ্রেফতার হওয়ার ভয়ে খালেদা জিয়া লন্ডন থেকে এখন আর দেশে ফেরার সাহস পাচ্ছেন না।
শারদীয় দুর্গোৎসব উপলে আজ সোমবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার দুর্গামন্ডপ গুলোতে সরকারী বরাদ্দকৃত চালের ডিও প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম একথা বলেন।
ইকবালুর রহিম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সরকার এই বিশ্বাসকে সামনে রেখে শারদীয় এই দুর্গোৎসব মহোৎসবের মধ্য দিয়ে উদযাপন করতে সব রকম ব্যবস্থা গ্রহন করেছে। আর আওয়ামীলীগ সরকারের আমলে প্রতিটি ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে বলেই দিনে দিনে দেশে দুর্গামন্ডপের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
হুইপ ইকবালুর রহিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নই ছিলো অসাম্প্রদায়িক চেতনায় একটি সোনার বাংলা গড়ার। আর বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সকলকে এই উৎসবে সামীল হওয়ার আহ্বান জানান তিনি।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ খালেকুজ্জামান, দিনাজপুর প্রেসকাবের সভাপতি চিত্ত ঘোষ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় ও দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান চক্রবর্তী বাসু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কান্তলাল সাহা, জেলা সার্বজনীন দুর্গাপূজা সমন্বয়ক কমিটির সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও সদর উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা।
শেষে প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম সদর উপজেলার ১৪৯টি মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের হাতে ৫’শ কেজি করে চালের বরাদ্দ তুলে দেন।
সন্ধ্যায় হুইপ ইকবালুর রহিম এমপি শহরের বিভিন্ন দুর্গামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।