শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বোদায় বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী ঘরে অগ্নি সংযোগ,হত্যা,লুটপাট ও সন্ত্রাসি কর্তৃক ভাংচুরের প্রতিবাদে বোদায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বোদা উপজেলা কমিউনিষ্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বোদা পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোদা বাসস্ট্যান্ডে  এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমুজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী মূর্তুজা, বোদা উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আশরাফুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম,বোদা উপজেলা ক্ষেতমজুর সমিতির নের্ত্রী মিনুবালা, কবি ও লেখক প্রবীর চন্দ্র চন্দ প্রমুখ। পরে বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচীতে বক্তারা অবিলম্বে সংখ্যালঘু জনগোষ্ঠির ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের কঠোর প্রদক্ষেপ ও এর সাথে জড়িতদের  দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।