বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে কালো পতাকা মিছিল

Untitled_0016গোলাম নবী দুলাল, দিনাজপুর: সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে রুখে দাড়াও বাংলাদেশ এ শ্লোগানে কালো পতাকা মিছিল করলো দিনাজপুরে হিন্দুসহ বিভিন্ন সম্প্রদায়ের সহস্রা্ধিক নারী পুরুষ। দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আজ সকাল ১১ টায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ব্যানারে বিশাল কালো পতাকা মিছিলটি দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তপন চক্রবর্তী।

মিছিল শেষে  বক্তারা অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। পতাকা মিছিলে হিন্দু সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশ নেন।