বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সংবিধানে গণতন্ত্র থাকলেও আসলে গণতন্ত্র নেই

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, স্বাধীনতার আজ ৪৫ বছর হয়ে গেছে, কিন্তু এখন আবার দেখছি দেশে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। সংবিধানে গণতন্ত্র থাকলেও আসলে গণতন্ত্র নেই।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউন্সে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচনে ৫ কোটি ভোটারের ভোট তাদের প্রয়োজন হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, আজকে মন্ত্রিসভায় যারা আছেন তারা সবাই অনির্বাচিত।

দেশের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে এতো ব্লগার, মুয়াজ্জিন, হিন্দু লোক মারা গেলেন তা কি কারণে? সরকার বলেন তারা জিরো টলারেন্স বিশ্বাস করেন। আমরাও তো জিরো টলারেন্স বিশ্বাস করি।

সরকার দেশে ঘটে যাওয়া ২৭টি হত্যাকাণ্ডের একটিরও বিচার করতে পারেননি দাবি করে মওদুদ বলেন, তাতে বুঝা যায় সরকারের সততার অভাব আছে। জঙ্গিবাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা না হলে জঙ্গিবাদ থাকবে না। গণতন্ত্র ফিরে আসলে জঙ্গিবাদের অবসান ঘটবে।

Spread the love