রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে আ’লীগের মনোনয়ন চুড়ান্ত

Sonsad১০ম জাতীয় সংসদের জন্য

সংরক্ষিত নারী

আসনে আওয়ামী লীগের

মনোনয়ন পেয়েছে ৩৯

জন। দলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়

মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। তবে

মনোনয়ন থেকে বাদ পড়েছেন ৯ম সংসদের

অনেকেই বাদ পড়েছেন। এর আগে গতকাল

বুধবার রাত ৮টার দিকে সংরক্ষিত নারী আসনে

প্রার্থী চূড়ান্ত করার জন্য প্রধানমন্ত্রীর সরকারি

বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডের

একসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন

আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় সংরক্ষিত

নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়। আজ

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড.

আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ

বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্রমিক অনুসারে এবার  ১০ম জাতীয় সংসদের

জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা-

১. মোছা. সেলিনা জাহান লিটা। ২. এডভোকেট

সফুরা বেগম রুমী। ৩. এডভোকেট হোসনে আরা

লুৎফা ডালিয়া। ৪. এডভোকেট উম্মে কুলসুম

স্মৃতি। ৫. বেগম আখতার জাহান। ৬. সেলিনা

বেগম স্বপ্না। ৭. সেলিনা আখতার বানু। ৮.

লায়লা আরজুমান বানু। ৯. শিরিন নাঈম

(পুনম)। ১০. কামরুল লায়লা জলি। ১১. হেপী

বড়াল। ১২. রিফাত আমিন। ১৩. নাসিমা

ফেরদৌসী। ১৪. আলহাজ্ব মিসেস লুৎফুন্নেছা। ১৫.

মমতাজ বেগম এডভোকেট। ১৬. এডভোকেট

তারানা হালিম। ১৭. মনোয়ারা বেগম। ১৮.

মাহজাবিন খালেদ। ১৯. ফাতেমা জোহরা রানী।

২০. আলহাজ্ব দিলারা মাহবুব আসমা। ২১.

ফাতেমা তুজ্জহুরা। ২২. ফজিলাতুন নেসা ইন্দিরা।

২৩. পিনু খান। ২৪. সানজিদা খানম। ২৫.

সাবিনা আক্তার তুহিন। ২৬. রহিমা আক্তার। ২৭.

এডভোকেট হোসনে আরা (বাবলী)। ২৮.

কামরুন নাহার চৌধুরী (লাভলী)। ২৯. নীলুফার

জাফর উল্লাহ। ৩০. রোখসানা ইয়াসমিন ছুটি।

৩১. এডভোকেট নাভানা আক্তার। ৩২.

আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ৩৩.

শামছুন নাহার বেগম এডভোকেট। ৩৪.

ফজিলাতুন নেসা বাপ্পী। ৩৫. ওয়াসিফা আয়শা

খান। ৩৬. জাহানারা বেগম সুরমা। ৩৭. সাবিহা

নাহার বেগম (সাবিহা মুসা)। ৩৮. ফিরোজা

বেগম চিনু। ৩৯. সুচিত্রা তংঞ্চঙ্গ্যাঁ।

এর আগে অর্থাৎ ৯ম জাতীয় সংসদে আওয়ামী

লীগের ৪০ জন সংরক্ষিত নারী সাংসদের মধ্যে

৩৬ জনই এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে

আছেন আওয়ামী লীগের ত্রাণ ও

সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার

লাইলি, মহিলা আওয়ামী লীগের সভাপতি

আশরাফুন্নেসা মোশাররফ, যুব মহিলা লীগের

সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক

অপু উকিলও। এছাড়া রংপুর-৬ থেকে শিরীন

শারমিন চৌধুরী এবং মানিকগঞ্জ-২ আসন থেকে

সংগীতশিল্পী মমতাজ বেগম নির্বাচিত হওয়ায়

তারা এ তালিকায় আসেননি।

অপরদিকে যারা বাদ পড়েছেন তারা হলেন-

খাদিজা খাতুন শেফালী, আসমা জেরিন ঝুমু,

আহমেদ নাজনীন সুলতানা, বেগম এ থিন

রাখাইন, চেমন আরা বেগম, জিনাতুন নেসা

তালুকদার, জোবেদা খাতুন, নূর আফরোজ

আলী, নূরজাহান বেগম, পারভীন তালুকদার,

ফরিদা রহমান, তহুরা আলী, সালেহা

মোশাররফ, মাহফুজা মণ্ডল, আমিনা আহমেদ,

শেফালী মমতাজ, ফরিদা আখতার, রওশন

জাহান সাথী, রুবী রহমান, শওকত আরা বেগম,

শাহিদা তারেখ দীপ্তি, শাহীন মনোয়ারা হক,

সাধনা হালদার, সাফিয়া খাতুন, সুলতানা

বুলবুল, সৈয়দা জেবুন্নেছা হক, হামিদা বানু

শোভা, হাসিনা মান্নান ও অপু উকিল প্রমুখ।

এছাড়া অসুস্থতাজনিত কারণে শারীরীকভাবে

অক্ষম হওয়ায় এ এন মাহফুজা খাতুনকেও

(সাংবাদিক, বেবী মওদুদ) এবার মনোনয়ন

দেয়া হয়নি।

প্রসঙ্গত এবার আওয়ামী লীগের টিকিট পেতে

মনোনয়ন সংগ্রহ করেন ৮২২ জন।

সর্বসম্মতভাবে ৩৯ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

করে করে সংসদীয় বোর্ড।

 

 

Spread the love