১০ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন রবিবার শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন আজ শেষ করা হয়। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, মন্ত্রী এবং সকল সংসদ সদস্যসহ সংশি¬ষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বিজয়ের মাস ডিসেম্বরে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান।
১০ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গত ১৩ নভেম্বর শুরু হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে সরকারি বিল জমা পড়েছে ১০টি। এর মধ্যে ৭টি সরকারি বিল পাস হয়। এছাড়া এ অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৫০০টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলোর মধ্যে ১৮টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৬ টি সংসদে আলোচিত হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৫টি ।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী এ্যাওয়ার্ড অর্জন করায় ১৪৭ বিধিতে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী যথাক্রমে সিপিএ এবং আইপিইউর চেয়ারপার্সন ও সভাপতি নির্বাচিত হওয়ায় অনুরেূপ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৩৬টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের উত্তর দানের জন্য ২১২৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে উত্তর দেয়া হয় ১০০৭টি। সমাপনি ভাষণের পর স্পিকার ১০ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান।