শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সকল অপশক্তির বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংকে কাজ করতে হবে-এ্যডিশনাল আইজি

IGদিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের এ্যডিশনাল আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, কমিউনিটি পুলিশিং এর অর্থ হচ্ছে জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করা। অর্থাৎ জনগণের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাদি যা থেকে আপরাধ সৃষ্টি হয় তা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করায়।

 

বুধবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি, বোমা তৈরী করে, বোমা মেরে মানুষ হত্যা করে, নৈরাজ্য তৈরী করার চেষ্টা করে তাদেরকে প্রতিটি এলাকায় চিহ্নিত করে কমিউনিটি পুলিশিংকে সকল অপশক্তির বিরম্নদ্ধে কাজ করতে হবে।

 

কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহবায়ক ডাঃ আইএফএম শহীদুল ইসলাম খান এর সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইলতুত মিত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিট কমান্ডের কমান্ডার মোঃ সিদ্দিক গজনবী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রির সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরাম এর সভাপতি আবুল কালাম আজাদ। সুধী সমাজে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব ও দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

 

Spread the love