
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ আমরা মানুষ একে অন্যের প্রতি সহিনশীলতা ভাব বজায় রেখে সকলে মিলে মিশে বা ঐক্য বদ্ধ হয়ে সমাজে বসবাস করছি। সকল ধর্মের মানুষ একতা হয়ে কাজ করলে আরও দেশ ও জাতির কল্যাণ বয়ে আসবে। উপরোক্ত কথা গুলো বলেছেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। তিনি গত রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদ কাহারোল শাখার উদ্দ্যোগে ঈদুল উল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী সেমাই ও চিনি বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা শাখা স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. ভুপেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক প্রভাষক মধুসুদন রায় সহ স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ আলোচনা সভায় বক্তৃতা করেন।