সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সকল ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে অসহায়দের সহযোগিতার হাত বাড়াতে হবে- এমপি গোপাল

Kharulকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, মানুষ মানুষের জন্য পরস্পর সহযোগিতায় দুঃস্থ অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসতে পারেন। সকল ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তিনি গতকাল ২৮ সেপ্টেম্বর/১৪ বেলা ২ টার সময় দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাহারোল উপজেলা শাখা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের উদ্দ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি প্রাত্তন প্রধান শিক্ষক বাবু দ্বিজেন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দুঃস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিবেকান্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার রায়, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, উপদেষ্টা প্রভাষক ধীরেন্দ্র নাথ রায়, মুকুল চন্দ্র রায়, সদস্য ডাঃ ভুপেন্দ্র নাথ রায়, মধুসুধন রায় প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক ভাবে উপস্থাপন করেন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের সদস্য ডাঃ ভুপেন্দ্র নাথ রায়। অপরদিকে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপজেলা অডিটোরিয়াম হল এ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে উপজেলার ৯৬ টি দূর্গা পূজা মন্ডপের সভাপতিদের হাতে জি,আর এর বরাদ্দ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গোপেশ চন্দ্র রায়, সহ-সভাপতি সুকুমার রায়, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রাজেন্দ্র দেবনাথ ও সহ-সম্পাদক শ্রী রাধা কামত্ম রায়।

 

সুকুমার রায়

উপজেলা প্রতিনিধি

কাহারোল, দিনাজপুর।

মোবাঃ ০১৭৭৩২৩৮৩৪১

Spread the love