মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে জঙ্গীগোষ্ঠীর বিরূদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে-এমপি গোপাল

ফজিবর রহমান বাবু \ ধর্ম যার যার, রাষ্ট্র সবার এ কথা উলেস্নখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। আর এ দেশে সকল ধর্মের সমান অধিকার রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যেমন ভাবে সকল ধর্মের বর্নের মানুষ একত্রে মিলে এ দেশ কে স্বাধীন করেছিল। তেমনি ভাবে আজ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে জঙ্গীগোষ্ঠীর বিরম্নদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।

১৭ জুন শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ গোলাগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, এ্যাডঃ ওয়েদ আলী নভেল, গোলাগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি মো. আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, গোলাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, ৬ নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম আব্দুল খালেক, ১১ নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, ৯ নং সাতোর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Spread the love