বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সদরের কর্ণাইয়ে ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারের মাঝে দিনাজপুর জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

Zala Porisedমোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুরঃ সদরের কর্ণাইয়ে ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারের মাঝে ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান প্রদান করেছে দিনাজপুর জেলা পরিষদ।

গতকাল শনিবার বিকেলে সদরের ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামের ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু ২২টি পরিবারের মাঝে উক্ত অনুদান প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্জ মো. আজিজুল ইমাম চৌধুরী। প্রত্যেক পরিবারকে ৫ হাজার করে টাকা দেয়া হয় পরিষদের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী প্রধান সত্যেন্দ্রনাথ সরকার, সদস্য সচিব ও সহকারি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, অন্যতম নেতা রেজাউর রহমান রেজা, শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. তৈয়ব চৌধুরীসহ আওয়ামীলীগ নেতা গৌর চন্দ্রশীল।