শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মসূচী ঘোষনা

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত ৭ দফা দাবীতে রিক্সা ও ভ্যান মালিক এবং রিক্সা ও ভ্যান চালকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার বিকেল ৪টায় দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন দিনাজপুর সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- রাজঃ ২৫৭৩ (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শ্রম পরিদপ্তর কর্তৃক অনুমোদিত) প্রধান কার্যালয়ে ৭ দফা দাবীসহ ব্যাটারী চালিত ইজি বাইক অবৈধভাবে চলাচল বন্ধের দাবীতে রিক্সা ও ভ্যান মালিক এবং রিক্সা ও ভ্যান চালকদের নিয়ে এক মত বিনিময় সভা শেষে কর্মসূচী ঘোষনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় সংগঠনের সভাপতি মোঃ ধলা মাতববরের সভাপতিত্বে ও সাধারণ সম্পদাক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোহাম্মদ আলী, মোঃ মকছেদ আলী, , সহ সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, মোঃ বুলবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জমির উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ সম্পাদক মোঃ মির্জা আববাস আলী, ক্রীড়া সম্পাদক মোঃ হানিফসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য আগামী ২৬ নভেম্বর ৭ দফা দাবীসহ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের এমপি ইকবালুর রহিম, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, দিনাজপুর পৌর সভার মেয়র, ইউএনও সদর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৭ দফা দাবীর মধ্যে রয়েছে অবৈধভাবে শহরে চলাচলরত সকল ব্যাটারী চালিত ইজি বাইক চলাচল বন্ধ করা। পৌরসভার সকল রাস্তা নির্মাণ করা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সংহতি রেখে রিক্সা ও ভ্যান ভাড়া নির্ধারণ করা। রিক্সা ও ভ্যান ষ্ট্যান্ডে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করে রিক্সা ও ভ্যান ষ্ট্যান্ড হিসেবে চিহ্নিত করে সাইন বোর্ড টাংগিয়ে দেওয়া। রিক্সা ও ভ্যান শ্রমিকদের বিশ্রামাগার এবং প্রসাব পায়খানা ব্যবস্থা করা। রিক্সা ও ভ্যান শ্রমিকের উপর পুলিশ ও ট্রাফিক নির্যাতন বন্ধ করা এবং রিক্সা ও ভ্যান শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল চালু করা।

Spread the love