
আব্দুর রাজ্জাকঃ
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা সিবিও কমিটি ও গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্প’র সহযোগিতায় একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শনিবার দিনাজপুর পৌরসভা প্রাঙ্গন হতে উক্ত র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভায় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সদর উপজেলা সিবিও কমিটির সভাপতি রংলাল বাসফোর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর কাউন্সিলর ফয়সল হাবির সুমন। এছাড়াও সভায় গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের ইউনিট ম্যানেজার মাহবুব হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্প সমন্বয়কারী আ. হাকিম মিয়া। উক্ত সভায় উপজেলা সিবিও কমিটির সকল আদিবাসীসহ গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।