শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে নবীপুর হাই স্কুলের মানববন্ধন ও র‌্যালী

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতাঃ

’’স্বদেশ ভাবনায় গড়ে তুলি মানবিক বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নবীপুর হাই স্কুলের উদ্যোগে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত চিরিরবন্দর-পার্বতীপুর পাকা রাস্তায় স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী মানববন্ধন কর্মসূচী পালন ও র‌্যালীতে অংশগ্রহন করেন। মানববন্ধনে প্রধান শিক্ষক আশফাকুর রহমান বলেন, ইসলামের নামে যারা সন্ত্রাস করে এ দেশকে জঙ্গীবাদ বানাতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে  মোকাবিলা করার আহবান জানান।