মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কর্মশালায় পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার \ দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বলেছেন, ইসলামের কথা বলে যারা মানুষ খুন করছে তাদের জাহান্নামে যেতে হবে। একজন ইমামের দায়িত্ব হলো মসজিদ, মুসলি­ সহ সমাজকে রক্ষা করা। আমাদের সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করতে ইসলামের সঠিক আদর্শ আপনাদের প্রচার করতে হবে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। যে সমস্ত যুবক বিপথে চলে গেছে তাদের সুপথে ফিরিয়ে আনতে আপনাদের এগিয়ে আসতে হবে।

গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় নিজস্ব মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, ইসলামিক রিসার্স সেন্টার এর মহাপরিচালক আলহাজ্ব আল­ামা ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারি, ইসলামিক ফাউন্ডেশন ঢাকার সহকারী পরিচালক (প্রেস) আব্দুল­াহ আল মামুন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন, ইমাম প্রশিক্ষন কেন্দ্রের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.স.ম আব্দুল মহীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফাদির সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান ও মাষ্টার ট্রেইনার আব্দুস সামাদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফির্ল্ড সুপার ভাইজার মোঃ মেহের আলী।