বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সন্ধ্যায় সাকিব-শিশিরের বিবাহোত্তর সংবর্ধনা

ডেক্স নিউজ: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে আজ। রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করছে সাকিব-শিশির।  1387084816sakib

গত বছর ম্যাজিক ডে ১২.১২.১২ তে  শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। পারিবারিক আয়োজনে বিয়ের কাজটি সেড়ে ফেললেও এবার সবার সাথে নিজের বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করছেন সাকিব।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সংবর্ধনায় ২০০০ অতিথিকে আপ্যায়ান করবেন সাকিব-শিশির। ইতিমধ্যে সাকিব বিবাহোত্তর সংবর্ধনার দাওয়াত পত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্র্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে নিজ হাতে দিয়েছেন।

এদিকে আজ রাতে বিবাহোত্তর সংবর্ধনা হলেও গত পরশু শুক্রবার সন্ধ্যায় হোটেল রেডিসনে গায়ে হলুদ অনুষ্ঠান করেছেন সাকিব-শিশির জুটি। গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রায় সকল খেলোয়াড়।