বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

গত ছয় বছরে দেশের বিদ্যুৎ পরিস্থিতির অগ্রগতি আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এ সরকারের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হবে। বর্তমানে ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। আশা করছি, বাকী মানুষের কাছে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বেশি সময় লাগবে না।
  বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের উন্নয়নের যে লক্ষ্য সেটার মূল কথাটা হল- আমরা শুধু শহরের মানুষের সুখ-সুবিধা দেখব- সেটা নয়। প্রত্যন্ত অঞ্চল, গ্রামের মানুষদের চাহিদা পূরণ করা, তাদের জীবনমান উন্নত করা, তাদের জীবনটাকে আরো সুন্দর করা।
 তিনি বলেন, আমরা চাই আমাদের দেশে ক্ষুদ্র, মাঝারি শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পসহ বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠুক। সেটা করতে গেলে বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে আমাদের পল্লী বিদ্যুতের; যদিও পারফরমেন্স ভালো, মাঝখানে একটু যেন ঢিলা হয়ে গিয়েছিল, এখন আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে। পল্লী বিদ্যুতের দিকে একটু বেশি নজর দিতে হবে যে, পল্লী বিদ্যুৎ আরো ব্যাপকভাবে পৌঁছে দেওয়া।
এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব, জ্বালানী ও খনিজসম্পদ বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের অধীন কোম্পানি ও করপোরেশনগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।