বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Fire fদেশের সব উপজেলায় ফায়ার

সার্ভিস স্টেশন

স্থাপন করা হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ট্রেইনিং

কমপ্লেক্সে নতুন যন্ত্রপাতির মহড়া অনুষ্ঠানে

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা

জানান। সরকার ইতোমধ্যেই উপজেলা ভিত্তিক

ফায়ার স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছে এবং

দ্রুত এর কাজ শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের ফায়ার ও সিভিল

ডিফেন্সের সদস্যরা শুধু মহড়াই দেখান না,

অতন্দ্র প্রহরীর মতো ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন

তারা। রানা প্লাজা থেকে শুরু করে দেশের প্রতিটি

বিপর্যয়ে কাজের মাধ্যমে তারা নিজেদের

সাহসিকতার প্রমাণ দিচ্ছেন। মহড়া অনুষ্ঠানের

পর চীনা সরকার বাংলাদেশের ফায়ার

সার্ভিসকে উন্নত করার জন্য ৫০টি এম্বুলেন্স এবং

অন্যান্য উদ্ধার সরঞ্জাম হস্তান্তর করে।

এসময় মন্ত্রী চীনের রাষ্ট্রদূত লি জুন এবং চীনা

সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,

বসুন্ধরা সিটিতে ১৩ তলায় যখন আগুন লাগে

তখন ফায়ার সার্ভিসের কাছে ৯ তলার ওপরে

পৌঁছানোর মতো কোনো ল্যাডার ছিলো না।

এখন ফায়ার সার্ভিস সেই সক্ষমতা অর্জন

করেছে।

এম্বুলেন্স ও সরঞ্জামাদি হস্তান্তর অনুষ্ঠানে আরও

উপস্থিত ছিলেন ফায়ার ও সিভিল ডিফেন্সের

ডিরেক্টর জেনারেল (ডিজি) ব্রি. জেনারেল আলী

আহাম্মেদ খান।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য

নির্মিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

বার্ন ট্রিটমেন্ট হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন

করা হয়।

 

Spread the love