শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সব ছিটমহলবাসী এখন বাংলাদেশের নাগরিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সব ছিটমহলবাসী এখন বাংলাদেশের নাগরিক। দাসিয়ারছড়া এখন বাংলাদেশের অন্তর্গত ফুলবাড়ির এলাকা। আমি ফুলবাড়ীতে এসেছি। ফুলবাড়ী এখন নতুন প্রস্ফূটিত ফুলের বাগান। এখানকার নাগরিকরা একেক জন এককটি ফুল।’

বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় প্রস্তাবিত শেখ হাসিনা বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের কথা স্বরণ করে তিনি বলেন, জাতির পিতা সোনার বাংলা গড়ার জন্য অনেক বঞ্চনা সহ্য করেছেন, নিপিড়ন সহ্য করেছেন। তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমার সরকার কাজ করে যাবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বরণের পর যারাই ক্ষমতায় এসেছে, কেউই স্থল সীমান্ত সমস্যা, সমুদ্রসীমা সমস্যা, ছিটমহল সমস্যার সমাধান করতে পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ সরকারে এসে এসব সমস্যার সমাধান করেছে। ছিটমহলের বাসিন্দাদের পরিচয় দিয়ে আওয়ামী লীগ সরকার তাদের ৬৮ বছরের বঞ্চনার অবসান করেছে।

শেখ হাসিনা বলেন, আমরা আগেরবার যখন ক্ষমতায় ছিলাম, তখন এ অঞ্চলে মঙ্গা দূর করেছিলাম। বিএনপি ক্ষমতায় আসার পর আবারও অবহেলা-অবজ্ঞায় এখানে মঙ্গা নেমে আসে। আবার আমরা ক্ষমতায় আসি, জনগণের সমস্যার সমাধান করি। এ সময় তিনি বলেন, কুড়িগ্রামে একটি আলাদা স্টেডিয়াম করা হবে- যেখানে ১২মাস খেলাধুলা চলবে।

বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা এখন আর নিজেদের ছিটের বাসিন্দা মনে করবেন না। আপনারা যেন অন্ধকারে না থাকেন সেজন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শিক্ষার উন্নয়নে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করেছি। হাইস্কুল, মসজিদভিত্তিক শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। চিকিৎসা ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করেছি। এছাড়া কাঁচা রাস্তা পাকা করার ব্যবস্থা করা হয়েছে। ছিটমহলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।’