
জাকিয়া তাবাস্সুম জুঁই
তোমার ভালোবাসার বৃষ্টি ঝরিয়েছো
শুষ্ক পাহাড়ের বুকে-
অজশ্র জলরাশি, স্রত ধারা হয়ে-
আমি ছুটে চলেছি- ঝর্ণা হয়ে !
ছুটেছি পাহাড় প্রান্তর
ছুটেছি বন-জঙ্গল
হেঁটেছি অচেনা পথ,
সুখ,দুঃখের-অনুভবের স্মৃতি নিয়ে
পৌঁছেছি-তোমার হৃদয়ের কূলে !
বিস্তির্ণ কূল-ঢেউয়ের লহড়ী
উত্তাল ঢেউ-তরঙ্গীত তোমার হাসি
আমি মিশে গেছি এক হয়ে
তোমার-নীল গভীর সমুদ্রে !
আমি খুঁজে ফিরি আমাকে
তোমার বুকে-একান্ত গভীরে !