বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘‘প্রজেক্ট স্টেকহোল্ডারদের সাথে সেমিনার’’ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা সভা কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রজেক্ট ষ্টেকহোল্ডারদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে- হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও বি,এম,জেড জার্মানের অর্থায়নে উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন  সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ হালিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দিনাজপুর সদর উপজেলার শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সমাজ সেবা অফিসার মাইনুল ইসলাম, কৃষি অফিসার মতিউর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিলকিস আরা ফয়েজ, অনামিকা পান্ডে প্রমুখ।

উক্ত সেমিনার অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও প্রতিবন্ধীরা।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সম অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সমাজে আত্মমর্যাদা পুর্ন জীবন গঠন করার মাধ্যমে এবং যাতে লক্ষিত জনগোষ্টী আত্মনির্ভরশীল হতে পারে।  এজন্য দরকার সমাজের সচেতন মহলের দৃষ্টি ভঙ্গি পরিবর্তণ হওয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার তামজিদা পারভীন সীমা। অনুষ্ঠান শেষে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে চলাচলের সুবিধাথে স্ক্র্যাচ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Spread the love