
ঢিলেঢালাভাবে রাজধানীসহ সারা দেশব্যাপী সম্মিলিত ইসলামি দলসমূহের ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। ইসলামি দলসমূহের বেধে দেয়া সময়ের মধ্যে পবিত্র হজ্ব ও তবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করা সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় রবিবার সকাল ৬টা থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন শুরু করেছে সংগঠনটি।
এর আগে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৫ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয় সম্মিলিত ইসলামী দল। ওই সময়ে গ্রেফতার না হওয়ায় ফের ২২ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ২৬ অক্টোবর হরতালের হুমকি দেয় সংগঠনটি। তারও আগে গত ৩০ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে সরকারকে ১৫ অক্টোরব পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসলামী এ দলগুলো।
এদিকে হরতাল চলাকালে রাজধানীর জনজীবন ছিল প্রায় স্বাভাবিক। সকাল থেকে সড়কে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ অন্যান্য যানবাহন চলছে। সময়ের সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম ছিল। হরতালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তার জন্য শনিবার সন্ধ্যায় রাজধানীতে আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নামানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।
অপরদিকে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিসারুল আরিফ বলেন, তার এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ হরতাল কর্মসূচির ঘোষণা করে সম্মিলিত ইসলামী দলসমূহ। হরতালে আদৌ এ সংগঠনগুলো মাঠে থাকবে কি না, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ঢাকায় হরতালবিরোধী মিছিল করবে ও বিভিন্ন স্থানে অবস্থান নেবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, যশোর, মৌলভীবাজার, খুলনা, নড়াইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, চাঁদপুরসহ বেশ কয়েকটি জেলায় ঢিলেঢালা হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে। হরতালে হালকা যানবাহন রিকশা-সাইকেল চলাচল করলেও দূরপাল্লা এবং আভ্যন্তরিণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বেশীর ভাগ ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোতে উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী দলগুলো। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃংখলা বাহিনী ও পুলিশি টহল সতর্ক রয়েছে।
অন্যদিকে রবিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন স্বাভাবিকভাবে চলতে দেখা যায়। তবে অন্যান্য দিনের চেয়ে সড়কে বাস, মিনিবাস, রিক্সা চললেও সিএনজি ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে। হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোন নাশকতার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও মহানবী সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্যে করেন লতিফ সিদ্দিকী। এরপর থেকেই দেশে তোলপাড় শুরু হয়। এর জের ধরে তাকে মন্ত্রিসভা, দলের প্রেসিডিয়াম পদ ও সাধারণ সদস্য পদ থেকে বরখাস্ত করে আওয়ামী লীগ। তিনি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। বুধবার আলটিমেটাম অনুযায়ী রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান।