জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় পার্টি দেশের সকল জেলায় সম্মেলন করবে। তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে দলকে সংগঠিত করা হবে।
আজ সোমবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, জনগণের ভালবাসায় আমরা আবারো ক্ষমতায় যাবো। ৯ বছরের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ৯ বছর উন্নয়ন ও সুশাসনে সমৃদ্ধ ছিলো।
সম্মেলনে তিনি সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সেন্টুকে সভাপতি ও আলাউদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক করে আগামী ১০দিনের মধ্যে নাটোর জেলার পুর্নাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেন। সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদের ও সুনীল শুভ রায়।