
ইউসুফ আলী ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও দিনাজপুর সরকারি কলেজ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬ জুন বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সরকারি কলেজ মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক বাহাদুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেদিপ্ত সরকারের সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ দাইমুল ইসলাম, সহকারি অধ্যাপক দীলিপ সরকার, ইংরেজী বিভাগের প্রভাষক নূরে আলম সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সেক্রেটারী সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আসন্ন দিনাজপুর জেলা যুবলীগ কাউন্সিলের সাধারন সম্পাদক পদপ্রার্থী ও দিনাজপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ সুজনসহ নাট্য ও সাংস্কৃতিক ঐক্যজোটের সহ-সাধারন সম্পাদক এবিএম তসিকুর রহমান শুভ, সদস্য হিমুপ্রভা, সুজন, জতি, অঙ্কিতাসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সংগঠনের আজীবন সদস্য ওয়ালিয়া চৌধুরী রুবলি কর্তৃক প্রদত্ত ৫০টি ফল গাছের চারা সদস্যদের মাঝে বিতরণ করা হয়।