
দিনাজপুর প্রতিনিধি॥ এখনও কোন সরকারি অনুদান পান না দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২ হাজার প্রতিবন্ধি শিশু কিশোর।
একই পরিবারের একাধিক শিশুসহ একই গ্রামের ৫ থেকে ৬টি করে প্রতিবন্ধি শিশু থাকলেও সরকারি ভাতা জোটেনি তাদের ভাগ্যে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হিসাব অনুয়ায়ী চলতি ২০১৫ সাল পর্যন্ত ২ হাজার ২শ ৮৭ জন প্রতিবন্ধি শিশু সনাক্ত করা হলেও ভাতা পায় মাত্র ৪৯৮ জন।
ফুলবাড়ী পৌর এলাকার তেতুলিয়া গ্রামের রিক্সা চালক শাহিনুর ইসলামের ২টি শিশু সুরাইয়া খাতুন (৭) ও রিয়াদ বাবু (৫)। তারা দু’জনে প্রতিবন্ধি হলেও এখন পর্যন্ত কোন সরকারী অনুদান তারা পান না। একই অবস্থা একই গ্রামের রিক্সা চালক আলতাব হোসেনের ছেলে খাদিমুল (১০), তেতুলিয়া গ্রামের নুর ইসলামের মেয়ে নুর বানু (৫), মৃত সাহারুল ইসলামের ছেলে শাহাজান (১২), তারাও কোন ভাতা পান না।
প্রতিবন্ধি দু-সন্তানকে নিয়ে দুর্বিসহ জীবন যাপনকারী শাহীনুরের স্ত্রী রাজিয়া বেগম জানায়, তাদের শিশু দুটিকে নিয়ে বিভিন্নজনের কাছে ধর্না দিয়েও লাভ হয়নি। তা ছাড়া পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মোস্তাকিম এর ছেলে রায়হান (১৮) রাজারামপুর আদর্শ কলেজপাড়ার রেজারুলের মেয়েও রেজিয়া খাতুন (৮) কোন ভাতা পান না।
এ ব্যাপারে কথা বলার জন্য ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কার্য্যালয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার পদটি শুন্য থাকায় সেখানে অতিরিক্ত দায়ীত্ব পালন করছেন বিরামপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মইনুল হক। তিনি জানান, সরকারী বরাদ্দ এলে অবশ্যই প্রতিবন্ধি ভাতার সংখ্যা বাড়ানো যাবে।
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সুপারভাইজার আলেমা বেগম বলেন, ২০১৫ সাল পর্যন্ত ২ হাজার শিশু কিশোর প্রতিবন্ধি সনাক্ত করা হয়েছে। কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় তাদের মধ্যে এ পর্যন্ত ৪৯৮ জন প্রতিবন্ধি শিশু কিশোরকে প্রতিবন্ধি ভাতা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ পাওয়া মাত্র বাকিদেরকেও ভাতার আওতায় আনা হবে।