
সরকারী চাল পরিবহনের ট্রাক থেকে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৯৭০ বোতল ফেন্সিডিলসহ ৩০১ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে পার্বতীপুর মাদকদ্রব্য বিভাগ।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী লাহড়ী হাট এলএসডি খাদ্য গুদাম হতে ৩০১ বস্তা চাল নিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার খাদ্যেগুদামে নিয়ে যাওয়ার সময় ট্রাকটি (ট্রাক নং- ঢাকা মেট্টো-ট-১৬-২৭১৪)-কে হাকিমপুরের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সড়কে মাদকদ্রব্য সার্কেলের কর্মকর্তা সিরাজুল ইসলাম নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করে। এসময় ট্রাকটিতে ৯৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সরকারী ৩০১ বস্তা চাল পাওয়া যায়। ড্রাইভার মজিদ পাটোয়ারী (৪০) হেলপার মোক্তার হোসেন (৩৫)কে মালিক আমজাদ হোসেন (৫০) ট্রাকসহ থানায় সোপর্দ করে। এ ব্যাপারে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, লাহড়ীর হাট খাদ্যে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রানা গত ২১/০৭/২০১৪ স্বাক্ষরিত ইনভয়েসে ৩০১ বস্তা চাল জামাল পুরের উদ্দেশ্যে প্রেরণ করে।