সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারের নির্যাতনে দেশবাসী আজ দিশেহারা: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অত্যাচার নির্যাতনে দেশের মানুষ আজ দিশেহারা। সময় মতো আল্লাহই এ বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বরেন, দেশের জনগণ চায় এ দুর্নীতিবাজ সরকারকে সরাতে চায়। আর এ অত্যাচারী জালেম সরকারকে সরাতে, জনগণকেও এগিয়ে আসতে হবে। এ জন্য সারাদেশের মানুষকে ২০ দলীয় জোটের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। আজ শনিবার রাতে চট্টগ্রাম বিভাগের ১৪ জেলার বিএনপি সমর্থিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যানদের সাখে মতবিনিমিয়কালে তিনি এসব কথা বলেন। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়।
মতবিনিময় সভায় বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যানদের মধ্যে ছিলেন নবীনগরের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আখাউড়ার ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, আশুগঞ্জের আবু আসিফ আহমেদ, সরাইলের এডভোকেট আবদুর রহমান, হোমনার এডভোকেট মো. আজিজুর রহমান, তিতাসের সালাউদ্দিন সরকার, বুড়িচংয়ের এটিএম মিজানুর রহমান, বরুড়ার মো. আবদুল খালেক চৌধুরী, মনোহরগঞ্জের মো. ইলিয়াস পাটোয়ারী, চাঁদপুর সদরের দেওয়ান মো. শফিকুজ্জামান, শাহরাস্তির দেলওয়ার হোসেন সিরাজীসহ ৩০ জন।
আর পৌরসভার মেয়রদের মধ্যে উপস্থিত ছিলেন সানাগাজীর মোহাম্মদ জামাল উদ্দিন, ছাগলনাইয়ার আলমগীর হোসেন, রাঙামাটি সদরের সাইফুল ইসলাম চৌধুরী, বাঘাইছড়ির আলমগীর কবির, রাউজানের কাজী আবদুল্লাহ আল হাসান, চকরিয়ার নুরুল ইসলাম হায়দার, চান্দিনার আলমগীর কবিরসহ ২৮ জন। এছাড়াও এ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন ২৬ জন পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সংশ্লিষ্ট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকরা।

Spread the love