
জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবলুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারকার স্বাস্থ সেবায় যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। বর্তমান সরকার কমিউনিটি কিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌছে দিচ্ছে। তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল যেন এই অঞ্চলের মানুষের আস্থায় পরিণত হয়। সেদিকে ল রেখে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে।
৭ মার্চ শনিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যা ডাঃ কান্তা রায় রিমি, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ তরুন কান্তি হালদার, উপ-পরিচালক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ আলী, ডাঃ মোঃ আমির আলী, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সিদ্দিক গজনবী, দিনাজপুর প্রেসকাবের সভাপতি চিত্ত ঘোষ, বিএমএ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ডাঃ গোপীনাথ বসাক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।