
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমান সংসদ ও সরকারকে অবৈধ দাবি করে তিনি বলেন, দেশে কোন নির্বাচিত সরকার নেই। কারণ ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে জনগন ভোট দিতে যায় নাই। ভোট কেন্দ্রে কুকুর বসে ছিল। তিনি আরও বলেন, এ সংসদও অবৈধ কারন। জনগন তাদের নির্বাচিত করেননি।
আজ বুধবার বিকালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থানীয় ২০ দলীয় জোটের ব্যানারে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বিকেল ৪টা ২০ মিনিটে তিনি তার বক্তব্য শুরু করেন।এ সরকার কোন উন্নয়ন করেনা। মানুষের ভালো চায়না। দেশের শিক্ষা,স্বাস্থ্য, অর্থনীনিতি কোন সেক্টরেই উন্নয়ন হয় নাই। শিক্ষা খাতে ব্যাপক দূর্নীতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিকাল পৌনে চারটার দিকে তিনি জনসভা মঞ্চে উপস্থিত হন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে সড়ক পথেই ঢাকায় ফিরবেন তিনি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতারা জনসভা মঞ্চে উপস্থিত রয়েছেন। অপরদিকে বক্তব্যের শুরুতেই জনসভায় যোগদানকরীদে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান খালেদা জিয়া।
বিশ্বজিতের প্রসঙ্গ টেনে এ সরকারকে খুনি আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, পুরো দেশে তারা গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। সব অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলেও দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ দুরাবস্থায় থাকলেও আওয়ামী লীগের অবস্থা ভালো। তারা সর্বত্রই লুটের রাজত্ব কায়েম করেছে। তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে বলেও অভিযোগ করেন খালেদা। এ সময় তিনি বিভিন্ন সংবাদপত্রের কাটিং প্রদর্শন করেন।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত। তারা দুর্নীতিকে বৈধতা দিচ্ছে। অর্থমন্ত্রী নিজেই এ কথা স্বীকার করেছেন।