শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর : এমপি সুজন

Sujanপঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর। মোহাম্মদ নাছিম স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরে দেশের স্বাস্থ্য সেবার ব্যাপক পরিবর্তন হয়েছে।
জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ওষুধ প্রদান করছে। স্বাস্থ্য সেবার মান বাড়ানোর জন্য দেশের প্রতিটি উপজেলায় চিকিৎসক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি আজ বুধবার বোদা উপজেলা স্বাস্থ্য কমপেক্স এর ৫০ শয্যায় উন্নিত করন ও নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমজান আলীর সভাপতিত্বে স্বাস্থ্য কমপেক্স এর ৫০ শয্যায় উন্নিত করন ও নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আহাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।
আলোচনা শেষে এম’পি নর্বনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক সহ দলীয় নের্তাকমীরা উপস্থিত ছিলেন।

Spread the love