রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম গাইবান্ধার নুসরাত

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৬তম পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন গাইবান্ধার নুসরাত জেরিন জেনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী।

রোবববার বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। এদিন ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়। নুসরাত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে বড় দূর্গাপুর গ্রামের এ কে এম আব্দুর নুর ও শিরিন্তাজ বেগম দম্পতির প্রথম কন্যা। বাবা আব্দুর নুর বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং মা শিরিন্তাজ বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক।

বগুড়া বিয়াম মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং বগুড়া আজিজুল হক সরকারি কলেজ থেকে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিকের পড়া-লেখা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে বিএ (অনার্স) পাস করেন নুসরাত। বাবা একেএম আব্দুর নুর বলেন, ‘এই মূহুর্তে পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তিটিই মনে হয় আমি। আমার তিন সন্তানের মধ্যে নুসরাতই বড়। আরও এক ছেলে এক মেয়ে রয়েছে আমার। আমার প্রত্যাশা ছিল নুসরাত অনেক ভাল কিছু করবে। সেটাই করেছে।’

Spread the love