রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সহিংসতা বন্ধের কথা বললেন কূটনীতিকরা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট ও পশ্চিমা দেশের কূটনীতিকরা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নাশকতা বন্ধের আহ্বান জানিয়ে সঙ্কট উত্তরণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একে অপরের প্রতি আস্থা অর্জন করারও পরামর্শ দিয়েছেন তারা

 

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে এ পরামর্শ দেন কূটনীতিকরা।

 

 

 

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠক শেষে কূটনীতিকদের পক্ষে অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক সাংবাদিকদের জানান, তারা চলমান সহিংসতার অবসান চান।

উইলকক বলেন, ‘বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছি। গত ১ মার্চ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক আমাদের হয়েছে, এটি তারই ধারাবাহিকতা।’

তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা, দেশের স্থিতিশীলতা, মানবাধিকার ও গণতন্ত্রের স্বার্থে চলমান সহিংসতা বন্ধ করতে হবে। একই সঙ্গে চলা রাজনৈতিক সঙ্কট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা অর্জন জরুরি হয়ে পড়েছে।’

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আরো ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দূত পিয়েরে মায়াদন, তুরস্ক, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, জাপানসহ নয়টি দেশের কূটনীতিক। বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।