বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সাঁড়াশী অভিযান ষোল কোটি মানুষের বিরুদ্ধে নয়: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সারাদেশে জঙ্গি ও গুপ্তহত্যা বন্ধে সাঁড়াশী অভিযান জঙ্গিদের বিরুদ্ধে দেশের ষোল কোটি মানুষের বিরুদ্ধে নয়।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সরকারের যতই সমালোচনা করেন না কেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তার জনগণের প্রতি কোন দায়বদ্ধতা ছিল না। ফলে উনি কৃষি, নারী, বিদ্যুৎ খাতে কোন উন্নয়ন করেননি। তার দায়বদ্ধতা ছিল তার পরিবারের প্রতি তার পুত্রদের প্রতি। এর ফলেই তার সময় একটা লুটপাটের চক্র তৈরি হয়েছিল এবং পরিবারতন্ত্র কায়েম হয়েছিল।’

শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে নারীর ক্ষমতায়ন করেছেন, মাছ উৎপাদন করেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি করেছেন উল্লেখ করে বলেন, ‘সব মিলিয়ে শেখ হাসিনার সরকারই জনগণের প্রতি বেশি দায়বদ্ধ বলে প্রমাণিত হয়েছে।’

এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  এর পর সন্ধ্যায় তিনি মিরপুর উপজেলা তালবাড়িয়া ইউনিয়নে প্রয়াত ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন সর্দারের বাড়ীতে এক ইফতার মাহফিলে শরীক হন।

Spread the love