বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি মানোয়ন্নয়নে কাজ করছে পিআইবি-মহা পরিচালক শাহ্ আলমগীর

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর মহা পরিচালক শাহ্ আলমগীর বলেছেন,সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও মানোয়ন্নয়নে চেষ্টা অব্যাহত রেখেছে পিআইবি। বুনিয়াদি থেকে শুরম্ন করে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মফস্বল সাংবাদিকদের রাজধানী ঢাকায় নিয়ে আবাসিক ব্যবস্থাও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে সাংবাদিকদের আরও উচ্চতর কোর্স মাষ্টার্স চালু করতে যাচ্ছে পিআইবি।

দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।

মঙ্গলবার রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর পৌর সভার সাবেক মেয়র সফিকুল হক ছুটু, দিনাজপুর নাট্য সমিতি’র সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক একরাম হোসেন তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রিস আলী, প্রথম আলোর সাংবাদিক আসাদুল্লাহ সরকার,কালের কন্ঠ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সালাউদ্দিন আহমেদ,এটিএন এবং এটিএন নিউজের সাংবাদিক হুমাযূন করীর,দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক,বিডি নিউজের সাংবাদিক মোর্শেদুর রহমান, আরটিভি’র সাংবাদিক আনিস হোসেন দুলাল, একাত্তার টেলিভিশন ও ডেইলি স্টারের সাংবাদিক কংকন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রিয়াজুল ইসলাম, চ্যানেল আই ও মানবজমিনের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী সহ অন্যরা।

Spread the love