
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ আলমগীর বলেছেন, সাংবাদিকতা পেশা অন্য যে কোন পেশার চেয়ে ভিন্ন। এ পেশার মর্যাদা অন্য যে কোন পেশার চেয়ে অনেক বেশী। মানুষ একজন সাংবাদিকের কাছে অনেক কিছু আশা করে। কারণ এ পেশার একটা কমিটমেন্ট আছে। সাংবাদিকদের সেই কমিটমেন্ট রক্ষা করতে হবে। মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।
তিনি গত মঙ্গলাবা সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে আসলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। শাহ আলমগীর আরো বলেন, সাংবাদিকদের বিভক্তি খুবই দুঃখজনক। নিজেদের দাবী আদায়ে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রেস ইনস্টিটিউট সাংবাদিকদের জন্য এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করেছে। অচিরেই এখানে সণাতকোত্তর কোর্স চালু করা হবে। এছাড়া প্রেস ইনস্টিটিউট সাংবাদিকদের জন্য ‘‘দূর্নীতি বিরোধী জাতীয় গনমাধ্যম পুরষ্কার’’ চালু করেছে। ৫টি ক্যাটাগরিতে এ পুরষ্কার প্রদান করা হয়।
মতবিনিময় সভায় দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন শাহ, নির্বাহী কমিটির সদস্য ও মাছরাঙ্গা টিভির দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, এনটিভির দিনাজপুর প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক বর্তমানের দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান, মানবকন্ঠের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, খবরপত্রের দিনাজপুর প্রতিনিধি মনসুর রহমানসহ স্থানীয় দৈনিকে কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর দিনাজপুর প্রেসক্লাবে এসে পৌঁছলে সাংবাদিকরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ঠাকুরগাঁও থেকে নীলফামারী যাওয়া পথে তিনি দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে আসেন।