বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীতে ১৪ দলের মানববন্ধন কর্মসূচি পালন

সাম্প্রতি দেশে গুপ্তহত্যা, জঙ্গি তৎপরতা ও উন্নয়নবিরোধী চক্রান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

বিএনপি-জামায়াত জোটকে এসব গুপ্তহত্যা, সন্ত্রাসের জন্য অভিযুক্ত করে এসব প্রতিরোধে এ কর্মসূচি ডাক দেয়া হয়। আজ রবিবার  বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা এ মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ১৪ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গাবতলী থেকে ধানমন্ডির রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, বাংলামোটর হয়ে শাহবাগ মৎস্য ভবন এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মহানগর নাট্যমঞ্চ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই জঙ্গিবাদকে সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে। এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আহবান জানান বক্তারা।

Spread the love