বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে বাস্টের মত বিনিময় সভায় এ্যাডঃ সিরাজুম মুনিরা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার দিনাজপুর প্রেসকাব মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাষ্ট (বাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) প্রকল্পের আওতায় ন্যায় বিচার নিশ্চিত করার লে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক এবং বাস্ট দিনাজপুর ইউনিটের উপদেষ্টা কমিটির সদস্য গোলম নবীর দুলাল এর সভাপতিত্বে বাস্টের পরিচিতি, চলমান কার্যক্রম এবং সাংবাদিকদের নিকেট বাস্টের প্রত্যাশা ইত্যাদি বিষয় আলোকপাত ও আলোচনা করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা প্রকল্প কর্মকর্তা এ্যাডঃ খুরশিদা পারভীন জলী। সার্বিক দায়িত্বে ছিলেন এ্যাডভোকেসী অফিসার হারন-অর-রশিদ। এ্যাডঃ সিরাজুম মুনিরা বলেন, বাস্ট একটি অলাভজনক আইন সহায়তা দানকারী প্রতিষ্ঠান। বাস্ট সুবিধাবঞ্চিত অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ন্যায় বিচার নিশ্চিত করার লে কাজ করে যাচ্ছে। বাস্ট দিনাজপুর ইউনিট এপ্রিল১৪ হতে ফেব্রয়ারী ২০১৫ মার্চ পর্যন্ত পরামর্শ প্রদান করেছে ২১৩ জনকে, অভিযোগ গ্রহণ করেছে ৫৫১টি, সালিশ মিমাংসা হয়েছে ১৬৪টি, মোকাদ্দমা দায়ের করা হয়েছে ১৬৪টি, মোকাদ্দকা নিশ্চত্তি হয়েছে ১০৯টি, মানবাধিকার বিষয়ক সচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে ৮০টি। সালিশ থেকে টাকা আদায় করে বিচার প্রার্থীকে প্রদান করা হয়েছে ২৬ লাখ ৩২ হাজার ৪শ ৯৯ টাকা এবং মোকাদ্দকা থেকে বিচার প্রার্থীকে আদায় করে দেয়া হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৪শ ৭৫ টাকা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় আয়োযোগরা।