রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সিডিএ কার্যালয় হল রুমে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের খাস জমি সংক্রান্ত বিষয় নিয়ে ১৬ জুন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন সিডিএ ব্র্যাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান। ‘‘কল্যাণের সংগ্রামে আমরা ’’ শ্লোগানকে সামনে রেখে সিডিএ অফিস চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা চত্ত্বর ঘুরে সিডিএ কার্যালয়ে শেষ হয়। র্যালী শেষে মোহাম্মদ আলীর সভাপতিত্ত্বে উপজেলা শিক্ষা অফিসার আফজান হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ মোবারক আলী, শিক্ষিকা ফরিদা পারভিন উপজেলা আ’লীগ নেত্রী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, বিশ্বজিৎ সরকার দিনাজপুর সিডিএ, শিক্ষক সাদেকুল ইসলাম, জিতেন্দ্র পরমান, শ্রী মান হরিমোহন চন্দ্র রায়, মোজাই পাহান আদিবাসি নেতা, আবু তাহের, নান্নু মিয়া, শাহজাহান কাবির, নুরবানু। সরকারী খাস জমি আমলা ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের হাতে তুলে দেয়ার আহবান করেন বক্তারা।