
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ বিশিষ্ট ফটো সাংবাদিক ডেইলি বাংলাদেশ অবজারভারের ফটো, এডিটর এবং রংপুরের স্থানীয় দৈনিক বাহের সংবাদ এর প্রকাশ ও সম্পাদক আজিজুর রহীম পিউয়ের মৃত্যুতে দিনাজপুরের কাহারোল প্রেস ক্লাব এবং বাহের সংবাদের পাঠকগণ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বানীতে সাংবাদিকগণ বলেন তিনি বিনয়ী,নম্র, ভদ্র ও সদা হাস্যোজ্জল ছিলেন। আজিজুর রহীর পিউয়ের মৃত্যুতে দিনাজপুরের সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হলো যা সহজে পূরণ হওয়ার নয়।