
দিনাজপুর প্রতিনিধি : সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ রাজ ২৯৩৬) এর জরুরী সাধারণ সভা শনিবার (৩১ অক্টোবর) সকালে স্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জি এম হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ও খবর একদিন পত্রিকার সম্পাদক মোফাচ্ছিলুল মাজেদ, অর্থ সম্পাদক/কোষাধ্যক্ষ মাহবুবুল হক খান, অন্যতম সদস্য আমিনুল ইসলাম, দয়া রাম রায় প্রমূখ। সাধারণ সভায় দপ্তর সম্পাদক কাজী শরিফুল আলম মঞ্জু, সহ-সম্পাদক এম এ সালাম, সদস্য কোরবান আলী সোহেল, আব্দুস সাত্তার, মো. তাজুল ইসলাম, নুর ইসলাম নয়ন, সুবীর চক্রবর্তী ছোটন, রাসেল ইসলাম, আতিউর রহমানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কারারুদ্ধ সভাপতি শওকত মাহমুদের শারীরিক সুস্থতা কামনা করা হয় এবং সংগঠনের সার্বিক উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা ও নতুন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।