
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সভায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। ৩১ মার্চ ডিআরইউ প্রাঙ্গণে ঢাকায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হবে।
এ সময় স্মরণসভায় নিহত সাগরের মা সালেহা মনির বলেন, কেউ পাশে থাক আর না থাক, সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে ডিআরইউ আন্দোলন চালিয়ে যাবে।
৩১ মার্চের মধ্যে দাবি আদায় না হলে কাফনের কাপড় পড়ে মিছিল, আমরণ অনশন ও রাজপথ অবরোধের মতো কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। এক মিনিট নীরবে দাঁড়িয়ে সাগর-রুনিকে স্মরণ করার পর শেষ হয় এই স্মরণসভা।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। সরকারের বহু আশ্বাসের পরও এ হত্যাকাণ্ডের কিনারা হয়নি।