বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন

বিষ্ণু পদ রায়,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমান উপর পুলিশি নির্যাতন,যুগান্তরে রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার কর্মরত সাংবাদিকরা৷ মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে শহরের প্রাণ কেন্দ্র পূর্ব চৌরাস্তায় অনুষ্ঠিত এই মানববন্ধনে পীরগঞ্জ প্রেস ক্লাব,পীরগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ,উপজেলা যুব মৈত্রী সংগঠন,স্বজন সমাবেশ,অঙ্গীকার নাট্‌্য নিকেতন,বন্ধুসোভা এর সাংবাদিক নেতৃবৃন্দসহ উপজেলর কর্মরত সকল সাংবাদিকরা অংশ নেন৷ মানববন্ধনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আরটিভি স্টাফ রিপোটার ও পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জয়নাল আবেদিন বাবুল,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা,রাণীশংকৈল প্রেস ক্লাব এর সভাপতি মোবারক আলী,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গোপীকৃষ্ণ রায়,উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক তারেক হোসেন,সাংবাদিক অধ্যাপক আসাদুর জামান আসাদ, সাংবাদিক হাফিজুল ইসলাম, যুব মৈত্রী সাধারন সম্পাদক রফিকুর জামান রফিক,বাংলাদেশ টুডে ও আলোর কণ্ঠ প্রতিনিধি বিষ্ণু পদ রায়,বন্ধুশোভার দেলোয়ার হোসেন দুলাল,অঙ্গীকার নাট্য নিকেতন সভাপতি গৌতম দাস বাবলু প্রমুখ৷ এ সময় বক্তারা সাংবাদিকদের উপর নির্যাতনহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷ অবিলম্বে সাংবাদিক মিজানুর রহমান ও আনু মোস্তফা সহ দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান৷