দিনাজপুর প্রতিনিধি: ‘‘শিশুশ্রম প্রতিরোধ করব ডিজিটাল বাংলাদেশ গড়ব’’-এই স্লোগানকে সামনে রেখে গতকাল রববার অনুষ্ঠিত হলো বাংলাদেশে শিশুশ্রম ক্ষতিকারক শীর্ষক পথনাটক ও গ্রমীণ সাংকৃতিক অনুষ্ঠান। কাম টু ওয়ার্ক এর আয়োজনে অপরাজেয় বাংলাদেশের সহযোগীতায় দিনাজপুর সদর উপজেলার কিষানবাজারস্থ সিডিসির প্রধান কার্যালয় চত্ত্বরে। পথ নাটক ও সাং&স্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম বলেন শিশুশ্রম প্রতিরোধে চাই ব্যাপক গণসচেতনতা ও সামাজিক আন্দোলন। কোমল মতি শিশুদের ঝুকিপূর্ণ কাজ করা থেকে অভিভাবকদের সচেতন করতে হবে। আমাদের আজকের শিশু আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দয়িত্ব পালন করবে। স্বাগত বক্তব্য রাখেন কাম টু ওয়ার্ক এর সহযোগী সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। সার্বিক তত্বাবধানে ছিলেন সিডিসির একাউন্টস কাম এ্যাডমিন অফিসার তপন কুমার রায়। পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কিষান বাজারের শত শত নারী-পুরুষ অনুষ্ঠানটি উপভোগ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনে বক্তারা শিশুশ্রম প্রতিরোধে চাই ব্যাপক গণসচেতনতা ও সামাজিক আন্দোলন
Please follow and like us: