শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাংস্কৃতিক ঐহিত্য অনুযায়ী প্রবীণদের সেবায় নবীনদেরকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে হবে-জেলা প্রশাসক

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, আজকের প্রবীণ একদিন নবীন ছিলেন এবং আজকের নবীনই আগামী দিনের প্রবীণ হবেন। এদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী প্রবীণদের সেবায় নবীনদেরকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে হবে। সরকার প্রবীণদের সেবা, পরিচর্যা ও কল্যাণ বিধানে   আন্তরিকভাবে বয়স্কভাতা কর্মসূচী, জাতীয় প্রবীন নীতিমালা এবং পিতা মাতার ভরণ পোষন আইনের মত বেশ কিছু কর্মসূচী গ্রহণ করছেন। তিনি বলেন আমাদের তরুণ সমাজ আমাদের বয়োজ্যেষ্টদের প্রতি উপযু্ক্ত সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে তাদের অধিকার সুরক্ষার প্রতি যত্নবান হবেন। সরকারি পর্যায়সহ বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে প্রবীনদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। আসুন আজকের এই দিবসের মাধ্যমে সকলেই মিলে প্রবীনদের কল্যানে এগিয়ে আসি এবং প্রবীণদের জন্য সুন্দর সুখী জীবন গড়ে তুলি।

১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৪ উদযাপন উপলক্ষে বুধবার প্রবীণ হিতৈষী সংঘ- জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি উপরোক্ত কথা বলেন। আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ জববার’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু, প্রবীণদের জন্য আমরা- এ্যালাইন্স’র আহবায়ক মোঃ জাকির হোসেন প্রমুখ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ,কে,এম মেহেরুল­vহ বাদল’র সঞ্চালনায় ‘‘থাকবে না কেউ পিছন পড়িঃ সব বয়সের সমাজ গড়ি’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুরের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সাবেক অধ্যক্ষ মোঃ ছফর আলী, ডাঃ মোঃ শহিদুল­vহ, অবরপ্রাপ্ত শিক্ষক সিরাজ উদ্দিন চৌধুরী, সমাজকর্মী নূরছাবা হোসেন, এনজিও কর্মী আমিনুল হক, মলয় কুমার সরকার, সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল রউফ প্রমুখ। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব আজিজার রহমান সরকার এবং সংগঠনের যে সকল সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মোকাররম হোসেন খান। শেষে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রবীণদের সেবায় একনিষ্ঠভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরুপ আলহাজ্ব মোকাদ্দাস হোসেন চৌধুরীকে মমতাময় ক্রেস্ট ও সমাজ কর্মী কানিজ ফাতেমা বেগমকে মমতাময়ী পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও দিবসটি পালন উপলক্ষ্যে ক, খ ও গ গ্রুপ ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান আতিথি। উক্ত কর্মসূচীর মধ্যে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। দুপুরে সংগঠনের পক্ষ থেকে রাজবাটীস্থ শান্তিনিবাসীদের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীর শুরুতে সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর ইনষ্টিটিটিউট প্রাঙ্গন থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমাপ্তি হয়।

 

Spread the love