
কাশী কুমার দাশ : দিনাজপুরের জেলার সদর, ফুলবাড়ি ও বিরামপুর তিনটি উপজেলার ৬ টি ইউনিয়নে নির্বাচিত ২৪ সাংস্কৃতিক দলের ১২০ জন সাংস্কৃতিক কর্মী প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান শীর্ষক প্রশিক্ষণের মাসব্যাপী পর্যায়ক্রমে তিন দিনের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা শুভ উদ্বোধন আগামী ২৫ তারিখ, রোজ মঙ্গলবার হতে অনুষ্ঠিত হবে এবং আগামী ডিসেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে এ কর্মশালাটি চলবে।
প্রশিক্ষনগুলো বেসরকারী উন্নয়ন সংস্থা বহুব্রীহি, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহয়োগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত হবে। ‘‘সাংস্কৃতিক ক্যাম্পেইন ও গণমাধ্যম উদ্যোগে প্রবীণ অধিকার সুরক্ষা প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান’’- নামক প্রকল্পের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ের এ কর্মশালা ৩ (তিন) দিন করে ৬ (ছয়) টি ইউনিয়নে মোট ৬ (ছয়) টি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
৬টি ইউনিয়ন হচ্ছে সদর উপজেলার শেখপুরা ও সুন্দরবন ; ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ও খয়েরবাড়ী এবং বিারমপুর উপজেলার খানপুর ও পলিপ্রয়াগপুরে পর্যায় ক্রমে অনুষ্ঠিত হবে। কর্মশালাগুলো ইউনিয়ন পরিষদের নিজ নিজ হলরুমে অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় প্রবীণ অধিকার সুরক্ষায় স্থানীয় শিল্পীদের ভুমিকা ও পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রবীণ জনগোষ্ঠির প্রতি বৈষম্য ও অবহেলা বন্ধে শিল্পীরা তাদের গান, নাটক, অভিনয়ের মাধ্যমে তুলে ধরে সমাজের মানুষকে কিভাবে সচেতন করতে পারে তা নিয়ে বিন্তারিত আলোচনা হবে। প্রবীণ অধিকার সুরক্ষায় আয়োজিত কর্মশালার অধিবেশন পরিচালনা করবেন বহুব্রীহি’র জেলা সমন্বয়কারী মলয় কুমার সরকার, মিডিয়া এন্ড ক্যাম্পেইন অফিসার আখিদু্জ্জামান আখিব এবং কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করবেন বহুব্রীহি’র মাননীয় নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন।