বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাঘাটা উপজেলা নির্বাচনী প্রার্থীদের আচরণ বিধি বিষয়ক মতবিনিময়

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে বুধবার সকালে নির্বাচনী আচরণ বিধি বিষয়ক এক মতবিনিময় সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দিয়ে সভায় বক্তব্য রাখেন, সাঘাটার থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মদ মোখলেছুর রহমান মোখলেছ, অধ্যক্ষ শহিদুল্লাহ, এ্যাড. এইচএম গোলাম শহীদ রঞ্জু, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোমিতুল ইসলাম প্রমুখ।

Spread the love