বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সেনা মোতায়েনের বিষয়ে ইসি কিছুই জানে না’

01552601805_20131128032353প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় যেকোনো জায়গায় সেনা মোতায়েন করতে পারে। তবে সাতক্ষীরায় সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন কিছুই জানে না।

বৃহস্পতিবার বিকালে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাতক্ষীরায় সেনা মোতায়েন প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, শুক্রবার নির্বাচনের প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হবে। প্রত্যেকবারের মতো এবারও নির্বাচন পরিচালনায় আমাদের সেনাবাহিনীর সহযোগিতা নিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য সেনাবাহিনীর বিকল্প নেই।

সিইসি বলেন, ২০০৮ সালের ন্যায় নির্বাচন পরিচালনার বিষয়ে কথা বলতে শুক্রবার ডিসি (রিটার্নিং কর্মকর্তা), পুলিশ সুপার ও আইন শৃংখলা বাহিনীর সঙ্গে কথা বলব। দেশের সার্বিক অবস্থায় নির্বাচন কমিশনের ব্যবস্থা সম্পর্কে আগামীকাল জানা যাবে বলেও জানান তিনি।

Spread the love